মো. ফেরদৌস মোল্লা, পিরোজপুর প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা ও তশীলদার মানিক লাল দাশের বিরুদ্ধে উৎকোচ গ্রহণ ও চাওয়া, অসৌজন্য মূলক আচারন ও হয়রানী করার অভিযোগ এনে ভূক্তভোগীরা গতকাল সোমবার ২৬ অক্টোবর প্রেস ক্লাবে সংবাদ সম্মেললে লিখিত অভিযোগ করেন। অভিযোগকারীরা হলেন উজিয়ালখান গ্রামের ভূক্তভোগী মো. কেরামত আলী বেতকা গ্রামের শহীদুল সরদার, একই গ্রামের মনির হোসেন এবং জব্দকাঠী গ্রামের আলী হোসেন সরদারের স্ত্রী খাদিজা বেগম। তারা বলেন জমির দলিল নামজারী করার উদ্দেশ্যে উপজেলার ১নং ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তার কাছে গেলে তিনি বলেন দলিল প্রতি ৭ হাজার টাকা তাকে দিতে হবে। দীর্ঘদিন তার কাছে নামজারীর জন্য কাগজ নিয়ে গেলেও টাকা ছাড়া নাম জারীর কোন কাগজ গ্রহণ করেননি। বরং বিভিন্ন সময় অশোভন আচরন করেছেন। এ ব্যাপারে কেরামত আলী অভিযোগ করেন তিনি বিভিন্ন সময় তিনটি দলিল নামজারী করাতে গিয়ে ৩ দফায় নিরুপায় হয়ে ঘুষ দিয়ে নামজারী করিয়েছেন। অন্য আর একটি দলিল নামজারী করতে গিয়ে ঘুষের টাকা আগে না দেওয়ায় তার কাগজ জমা না রেখে ছুড়ে ফেলে দেয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে দুই দফায় জেলা প্রশাসক কার্যালয়ে তদন্ত কর্মকর্তার সম্মুখে তিনি বক্তব্য দিয়েছেন। ন্যায় বিচার ও হয়রানী থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এই সংবাদ সম্মেলন করেছেন বলে তার দাবি।