শফিকুল ইসলাম (এমএ)
স্টাফ রিপোর্টার,
বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক যুবকের গলা কেটে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে। এঘটনায় ৬কিশোর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রামের মনমথ বৈষ্ণবের ছেলে নয়ন বৈষ্ণব কোদালধোয়া বাজার থেকে শনিবার রাতে নিজ বাড়ি যাওয়ার পথে একদল ছিনতাইকারী তার পথরোধ করে গলায় ছুড়ি মেরে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে ধাওয়া দিয়ে ৬ কিশোর ছিনতাইকারীকে ধরে ফেলে।
তারা হলো উপজেলার বাটরা গ্রামের সৈকত বালা(১৯), পল্লব হালদার(১৮), চিন্ময় হালদার(১৯), সোহাগ বৈদ্য(১৮), রাতুল বৈদ্য(১৪) ও পাশ্ববর্তী রামশীল গ্রামের চিত্ত হালদার(১৯)। তাদেরকে পুলিশের কাছে শনিবার রাতেই সোপর্দ করা হয়। এ ঘটনায় নয়ন বৈষ্ণবের পিতা মনমথ বৈষ্ণব বাদী হয়ে আজ রোববার সকালে থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন, যার নং-১১(২৫-১০-২০২০)। আজ রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।