পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার মিয়ার হাট বন্দরের কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত শারমিন রোপ ফ্যাক্টরি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় সোয়া কেটি টাকা। সুতার কারখানাটির মালিক মো. শাহ আলম।
স্বরুপকাঠী দমকল বিভাগের স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান শেখ জানান, বুধবার (১৪ অক্টোবর) কৌড়িখাড়া বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টায় আমরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেই। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।
ফ্যাক্টরির ম্যানেজার মো. তোতা মিয়া জানান, ফ্যাক্টরিটিতে পাটজাত রশি’সহ প্লাস্টিক রশি তৈরি হতো। রাত সোয়া ১০টার দিকে সেখানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে।
তথ্যসূত্র: বাংলা ট্রিবউন।