হাতেও। নভেল করোনাভাইরাস কাউকে আসলে আসতে দেয়নি। এমন অবস্থার ভেতর ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে পৃথিবীর মঙ্গলকামনায় একাই প্রার্থনা করেছেন।
খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ইস্টারে যেভাবে প্রার্থনা করা হয় ৮৩ বছর বয়সী পোপ শুক্রবার একইভাবে সৃষ্টিকর্তার আরাধনা করেন।
বিবিসি জানিয়েছে, ভ্যাটিকান সিটির নির্জন স্কয়ারে পোপকে সাহায্য করতে দুই থেকে তিন জন যাজক ছিলেন।
প্রার্থনার সময় তিনি বলেন, ‘প্রভু, পৃথিবীকে আশীর্বাদ করো। আমাদের দেহকে সুস্থ রাখ। তুমি ভয় না পেতে বলেছ। কিন্তু আমরা দুর্বল হয়ে পড়ছি।’