আক্রান্ত ব্যক্তিদের রক্তের গ্রুপ বিশ্লেষণ করে চীনের গবেষকেরা জানিয়েছেন, ‘এ’ গ্রুপ রক্তের ব্যক্তিদের শরীরে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) তুলনামূলক বেশি সংক্রমিত হচ্ছে। সবচেয়ে কম ‘ও’ গ্রুপে।
উহানের কয়েকটি গবেষণাগারের তথ্য উল্লেখ করে ডেইলি মেইল জানিয়েছে, ‘এ’ গ্রুপ রক্তের ব্যক্তিরা বেশি আক্রান্ত হওয়ার পাশাপাশি বেশি মারাও যাচ্ছেন, যাদের অধিকাংশ বয়স্ক।
পৃথিবীতে ‘ও’ গ্রুপ রক্তের মানুষের সংখ্যা বেশি, ৩৪ শতাংশ। ‘এ’ গ্রুপ ৩২ শতাংশ।
চীনের বিজ্ঞানীরা বলছেন, যেসব মানুষ কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশ ‘ও’ গ্রুপের। সেখানে ‘এ’ গ্রুপের ৪১ শতাংশ।