এই ওয়েবসাইটে ঢুকে করোনা বিষয়ক প্রাথমিক শিক্ষা, প্রতিরোধ এবং স্থানীয় বিভিন্ন তথ্যের সমাহার দেখা গেছে।
সপ্তাহ খানেক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনা বিষয়ক টেস্টের তথ্য দিতে গুগল একটি ওয়েবসাইট তৈরি করছে। কিন্তু ট্রাম্পের এই কথার সঙ্গে সাইটটির মিল নেই। কোথায়, কীভাবে পরীক্ষা করানো যাবে সে বিষয়ে কোনো লিংক কিংবা তথ্য দেখা যায়নি।
গুগল জানিয়েছে, কয়েক দিনের ভেতর চিকিৎসা সংক্রান্ত তথ্য যোগ করা হবে তাদের নতুন সাইটে।
করোনাভাইরাস মহামারি আকার ধারণ করার পর বিশ্বজুড়ে অনলাইনে নানা গুজব ছড়াতে থাকে। ওই পরিস্থিতিতে মানুষকে সঠিক খবর দিতে দ্য সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি লাইভ ড্যাশবোর্ড চালু করে।
ড্যাশবোর্ডে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য যোগ করার পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের বিভিন্ন অধিদপ্তরের ডেটা দেখানো হচ্ছে।
সব ডেটা দৃশ্যমান হচ্ছে রিয়েল-টাইম গ্রাফিক ইনফরমেশন সিস্টেমে (জিআইএস)।