করোনাভাইরাসের (করোনা-১৯) সংক্রমণ ঠেকাতে দেশে অফিস-আদালতসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকে সারা দেশে সেনাবাহিনী নামবে।
করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশনা মোতাবেক যা যা বন্ধ থাকছে তা নিম্নরূপ:
শিক্ষাপ্রতিষ্ঠান: ১৭ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ।
এইচএসসি ও সমমানের পরীক্ষা: স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিল মাসের শুরুর দিকে এই পরীক্ষার পরবর্তী সময়সূচি জানানো হবে।