ইউনেসকোর বিচারে বিশ্বের সংস্কৃতি বিভাগের তালিকায় নাম উঠছে বাঙালি হিন্দুদের প্রধান উৎসব দুর্গা পূজা। ২০২০ সালের জন্য তৈরি এক তালিকায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পায় এ উৎসব।
প্রতি বছর ইউনেসকোর পক্ষ থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে নজর দেওয়া হয়। তালিকায় যুক্ত হয় নতুন নতুন নাম।
সেই হিসেবে সামনের বছর থেকে ইউনেসকোর সাংস্কৃতিক ক্ষেত্রের তালিকায় আনুষ্ঠানিকভাবে সংযোজিত হবে দুর্গা পূজা। ইউনেসকোর বিবেচনায়, এ উৎসবের মতো রকমারি সংস্কৃতির মেলবন্ধন সচরাচর দেখা যায় না।
ইউনেসকোর মনোনয়নের জন্য দুর্গা পূজার ইতিহাস তুলে ধরা, আর্থ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং এর সর্বজনীনতা তুলে ধরার কাজটি করেছেন কলকাতার সমাজ বিজ্ঞানের প্রফেসর তপতী গুহ ঠাকুরতা। তিনি ও তার দলের প্রস্তুতকৃত বিস্তারিত ফাইলটি পেশ করা হয় ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে। পরবর্তীতে ইউনেসকোর স্বীকৃতি পেতে আবেদনসহ অন্যান্য নিয়ম পালন করা হবে।